সকল খবর দেশের খবর

জুলাই যোদ্ধাদের জন্য কোটা থাকছে না চাকরিতে: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২১-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১০

জুলাই অভ্যুত্থানের শহীদ ও অংশগ্রহণকারী যোদ্ধাদের পুনর্বাসনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সরকার। শহীদ পরিবারের জন্য গৃহীত এই পদক্ষেপের আওতায় প্রতি পরিবারকে মোট ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্ধারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই পুনর্বাসনের আওতায় ফ্ল্যাট বা চাকরির কোটা সংক্রান্ত কোনো সুবিধা নেই, তবে দীর্ঘমেয়াদে তাঁদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আগামী ৫ আগস্ট শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। ওই দিন আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে সঞ্চয়পত্র হস্তান্তর করা হবে।

উপদেষ্টা বলেন, “২০২৪-২৫ অর্থবছরে প্রথম ধাপে ৭৭২ জন শহীদ পরিবারের প্রত্যেককে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। মোট বরাদ্দ হয়েছে ৭৭ কোটি ২০ লাখ টাকা।” তিনি আশ্বস্ত করেন, বাকি অর্থ পর্যায়ক্রমে প্রদান করা হবে এবং পুনর্বাসন কার্যক্রম চলমান থাকবে।

ফারুক ই আজম বলেন, “জুলাই অভ্যুত্থান ছিল আমাদের ইতিহাসে এক অনন্য অধ্যায়। সেই ঘটনার শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাঁদের পরিবার যেন মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।”

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুনর্বাসন কর্মসূচির আওতায় শুধু আর্থিক সহায়তা নয়, ভবিষ্যতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।