শাহবাগে আজ, ১৩ ফেব্রুয়ারি, টানা অষ্টম দিনের মতো প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা কাফনের কাপড় পরে রাজপথে নেমে এসেছেন। তারা দাবির প্রতি সরকারের অঙ্গীকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আজ দুপুরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন, এই কর্মসূচি চলবে যদি তাদের দাবি মেনে নেয়া না হয়।
আজকের অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীদের পরনে কাফন ছিল, হাতে ছিল জাতীয় পতাকা। অনেক আন্দোলনকারী নারী শিক্ষকের কোলে ছিল তাদের শিশুরা। গত ৮ দিন ধরে তারা এভাবেই রাজপথে অবস্থান নিয়েছেন। তারা এমন পরিস্থিতির মুখে পড়েছেন, যেখানে তারা নিয়োগ পেয়েও যোগদান করতে না পারায় চাকরি হারিয়েছেন।
৬ হাজার ৫৩১ জন সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক গত ৬ ফেব্রুয়ারি উচ্চ আদালতের রায়ের পর চাকরি থেকে বঞ্চিত হন। আদালত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের এই শিক্ষক নিয়োগ বাতিল করে দেন। যদিও প্রাথমিক শিক্ষা অধিদফতর রায়ের বিরুদ্ধে আপিল করেছে, কিন্তু এখন পর্যন্ত শুনানি হয়নি। এ পরিস্থিতিতে শিক্ষকরা আশ্বস্ত হতে পারছেন না।
তারা অভিযোগ করেছেন, প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়ের সুপারিশের পরও তাদের নিয়োগ বাতিল হওয়া অযৌক্তিক। আন্দোলনকারী শিক্ষকরা জানান, তারা বৈষম্যের শিকার হয়েছেন এবং চাকরি যোগদানের দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
পূর্বে, গত বৃহস্পতিবার থেকে শাহবাগ ছাড়াও প্রেসক্লাব ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদফতর ঘেরাও করে তাদের দাবির প্রতি কর্তৃপক্ষের নজর আকর্ষণ করার চেষ্টা করেছিলেন।
আজকের পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ, এবং আন্দোলনকারীরা জানান, তারা প্রতিজ্ঞাবদ্ধ, যতক্ষণ না তাদের চাকরি পুনর্বহাল হবে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।