সকল খবর বিদেশের খবর

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিন্দা বাংলাদেশের!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৩-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৫

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে ঢাকা।

বুধবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "কাশ্মীরে সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ। একইসঙ্গে আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই নিষ্ঠুর ও অমানবিক সহিংসতায় ভুক্তভোগীদের প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছি।"

বাংলাদেশ সরকার তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, "সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে বাংলাদেশ সবসময় দ্ব্যর্থহীন প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"

উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁওয়ের বৈসারন এলাকায় পর্যটকদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে কমপক্ষে ২৬ জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও নেপালের দুইজন বিদেশি পর্যটকও রয়েছেন।

সন্ত্রাসী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি উপশাখা হিসেবে পরিচিত।

কাশ্মীরের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে এই ঘটনার পর। আন্তর্জাতিক মহলেও এর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।