সকল খবর ময়মনসিংহের খবর

কেওয়াটখালী এলাকায় ভয়াবহ মাদকের আগ্রাসন: চিহ্নিত ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৫-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬০

স্টাফ রিপোর্টার, অনিন্দ্যবাংলা : ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ও কেওয়াটখালী বাজার এলাকা বর্তমানে মাদকের ভয়াবহ আগ্রাসনে আক্রান্ত। স্থানীয় জনগণের অভিযোগ, এই এলাকায় মাদকের কারবার পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
কেওয়াটখালী বাজারের রেললাইন সংলগ্ন কড়ই গাছতলা, পুরাতন রেলওয়ে কোয়ার্টার এবং মতির দোকানের কাছেই মাদক কারবারিদের অবাধ আনাগোনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাদক ব্যবসার ফলে এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে।
অভিযোগে আরও বলা হয়েছে, আদালতে বিচারাধীন ডজনখানেক মাদক মামলার আসামি এবং সর্বমহলে চিহ্নিত ব্যক্তি হামে ও তার সহযোগী ময়না, ছয়না, বুচি, সালেমা, বিপাশা, লিপি, আমিনা, নাজু, বাবু সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা পরিচালনা করছে। এসব ব্যক্তিরা প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিনব কৌশলে হেরোইন ও ইয়াবা কেনাবেচা করে যাচ্ছে।
এলাকাবাসীর দাবি, মাদক ব্যবসার জন্য বিশেষভাবে চিহ্নিত কয়েকজনের মধ্যে মুনসুরের স্ত্রী আমিনা এবং সুরুজ আলীর ছেলে বাবু প্রকাশ্য দিবালোকে মাদক বেচাকেনা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর টহল না থাকায় মাদক ব্যবসায়ীরা এখন ধরাছোঁয়ার বাইরে থেকে তাদের কার্যক্রম অবাধে পরিচালনা করছে।
গত ৫ আগস্ট ২০২৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম শিথিল হওয়ায় মাদক ব্যবসায়ীরা পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, পূর্বে এই ব্যবসায়ীরা আওয়ামী লীগ সরকারের দলীয় ছত্রছায়ায় মাদক ব্যবসা করত, যা সরকার পরিবর্তনের পর কিছুদিন বন্ধ থাকলেও বর্তমানে আবার জোরেশোরে শুরু হয়েছে।
স্থানীয় সচেতন মহল এবং এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে এলাকার সামাজিক পরিবেশ আরও অবনতি হবে এবং তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়বে।
অনিন্দ্যবাংলার প্রতিনিধির সাথে কথা হলে, কেওয়াটখালির রজব আলী জানান, এই সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিয়ে কেওয়াটখালী এলাকাকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছে স্থানীয় তারা।