কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা। ব্যাংকের প্রধান কার্যালয়ের কিছু কর্মকর্তা গত বৃহস্পতিবার তাঁর পদত্যাগ চেয়ে চেয়ারম্যানের কাছে দাবি পেশ করেছেন। এরপর ‘ইসলামী ব্যাংকিং সংস্কার ফোরাম’-এর নাম ব্যবহার করে এমডির পদত্যাগ চেয়ে প্রধান কার্যালয়ে পোস্টার লাগানো হয়। পাশাপাশি ঋণ জালিয়াতির অভিযোগে এস আলম পরিবারের পাশাপাশি নিজের নামে মামলা হওয়ার পর রোববার থেকে কর্মস্থলে যাচ্ছেন না মনিরুল মওলা।
জানা গেছে, ২৯ ডিসেম্বর ইসলামী ব্যাংকের পরিচালনা পষর্দের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমডির বিষয়ে সিদ্ধান্ত পেতে সে সময় পর্যন্ত অপেক্ষা করতে আন্দোলনরত কর্মকর্তাদের বলা হয়েছে। এ ছাড়া ২৮ ডিসেম্বর টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাংকটির ৪০০তম শাখা উদ্বোধন হবে। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ব্যাংকটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত থাকবেন। সেখানেই মনিরুল মওলার প্রসঙ্গে আলোচনা হতে পারে।
জানা গেছে, ২৯ ডিসেম্বর ইসলামী ব্যাংকের পরিচালনা পষর্দের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমডির বিষয়ে সিদ্ধান্ত পেতে সে সময় পর্যন্ত অপেক্ষা করতে আন্দোলনরত কর্মকর্তাদের বলা হয়েছে। এ ছাড়া ২৮ ডিসেম্বর টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাংকটির ৪০০তম শাখা উদ্বোধন হবে। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও ব্যাংকটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত থাকবেন। সেখানেই মনিরুল মওলার প্রসঙ্গে আলোচনা হতে পারে।