সকল খবর দেশের খবর

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষের ঢল!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১২-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪০

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক বিশাল গণজমায়েত, যেখানে লাখো মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে গর্জে ওঠে। আয়োজনে পাঠ করা ঘোষণাপত্রে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়ে, মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।

ঘোষণাপত্রে বলা হয়, গাজায় প্রতিদিন যে রক্তপাত ও ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়—এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতা। জাতিসংঘ ও আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে দাবি জানানো হয়—ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করা, কার্যকর পদক্ষেপে গণহত্যা বন্ধ করা, ১৯৬৭ সালের সীমানা ফিরিয়ে দেওয়া, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদান এবং ফিলিস্তিনের সার্বভৌমত্ব রক্ষায় সক্রিয় পদক্ষেপ গ্রহণ।

মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। একইসাথে ভারতের হিন্দুত্ববাদী সরকারের মুসলিম বিরোধী নীতির বিরুদ্ধে ওআইসি ও মুসলিম দেশগুলোকে কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে বলা হয়।

বাংলাদেশ সরকারের উদ্দেশে ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশের পাসপোর্টে ‘Except Israel’ শর্ত পুনর্বহাল করতে হবে, ইসরায়েলের সঙ্গে সকল চুক্তি বাতিল এবং গাজায় রাষ্ট্রীয়ভাবে ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষা নীতিতে ফিলিস্তিন ও মুসলিম প্রতিরোধ ইতিহাস অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হয়।

সবশেষে জনসাধারণের প্রতি এক আত্মিক অঙ্গীকার প্রকাশ করে বলা হয়, ইসরায়েল সমর্থিত সকল পণ্য বর্জন, ঐক্য রক্ষা, সন্তানদের ঈমানি আদর্শে গড়ে তোলা এবং সমাজে প্রতিরোধ চেতনা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই গাজার শহীদদের প্রকৃত সম্মান জানানো সম্ভব। ঘোষণা শেষে গাজার শহীদদের স্মরণ করে দোয়া করা হয় এবং তাঁদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি দেশের ভেতরে ও বাইরে প্রতিরোধের চেতনাকে নতুন করে জাগিয়ে তুলেছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। এই গণজমায়েত যেন বিশ্বকে স্মরণ করিয়ে দেয়—ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো মানে মানবতা, ন্যায় ও ঈমানের পক্ষে দাঁড়ানো।