অন্যান্য খবর ব্যবসা ও বাণিজ্য

মাতারবাড়ীতে মাটিমিশ্রিত কয়লা, চালান বাতিল!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৪-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৯

কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা একটি চালানে নিম্নমানের কয়লা (মাটিমিশ্রিত) পাওয়ায় সিপিজিসিবিএল (কোল পাওয়ার জেনারেশন কোম্পানি) জাহাজটি ফেরত পাঠিয়েছে। ১৭ মার্চ ইন্দোনেশিয়া থেকে প্রায় ৬৩ হাজার টন কয়লা নিয়ে এমভি ‘ওরিয়েন্ট অর্কিড’ জাহাজটি মাতারবাড়ী চ্যানেলে প্রবেশ করেছিল। কিন্তু কয়লা খালাসের সময় কনভেয়ার বেল্টের বারবার বিকল হয়ে যাওয়ার পর, প্রকৌশলীরা কয়লা যাচাই করে দেখতে পান যে, কয়লার সঙ্গে প্রচুর পরিমাণ মাটি মিশ্রিত ছিল। এরপর ২২ হাজার ৩৫০ টন কয়লা নামানোর পর, সিপিজিসিবিএল জাহাজটি খালাস বন্ধ করে ৪০ হাজার ৬৫০ টন কয়লাসহ জাহাজটিকে বহির্নোঙরে পাঠিয়ে দেয়। বর্তমানে, ওই জাহাজটি বহির্নোঙরে অবস্থান করছে এবং পরবর্তী সিদ্ধান্তের জন্য বিদ্যুৎ বিভাগের সঙ্গে আলোচনা চলছে।

সিপিজিসিবিএল’র প্রতিবাদ

সিপিজিসিবিএল-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক জানিয়েছেন, "কয়লার মান ঠিক না হওয়ায় আমরা চালানটি গ্রহণ করতে অস্বীকার করেছি। আমরা গত শুক্রবার সরবরাহকারীকে এ ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি।" সিপিজিসিবিএল কর্তৃপক্ষের মতে, কয়লা পরিবহনে নিম্নমানের বিপজ্জনক প্রভাব পড়তে পারে এবং বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি হতে পারে।

দরপত্রে শর্ত পরিবর্তন: অতিরিক্ত সুবিধা

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ২০২৩ সালের ১৫ নভেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল। এই দরপত্রে কয়লা আমদানি সম্পর্কিত অভিজ্ঞতার শর্ত ছিল, তবে একাধিক সংশোধনের মাধ্যমে বিশেষ সুবিধার জন্য শর্ত পরিবর্তন করা হয়। পূর্বে কয়লা আমদানির অভিজ্ঞতার শর্ত পরিবর্তন করে অন্যান্য পণ্য যেমন লোহা, সার, কেমিক্যাল, সিমেন্ট ও খাদ্যশস্য আমদানির অভিজ্ঞতাকেও যোগ্যতা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে ভারতের আদিত্য বিড়লা কনসোর্টিয়াম সহ আরও তিনটি প্রতিষ্ঠানকে বাদ দিয়ে একমাত্র আদিত্য বিড়লা কনসোর্টিয়ামকে টেকনিক্যালি রেসপন্সিভ ঘোষণা করা হয়।

টেকনিক্যাল ও আর্থিক সমস্যার কারণে পুনর্মূল্যায়ন

৮ ফেব্রুয়ারি আদিত্য বিড়লা কনসোর্টিয়ামের মাধ্যমে প্রস্তাবিত দরপত্রে ১০৮.৮৭ ডলার প্রতি টন কয়লার সরবরাহ মূল্য প্রস্তাবিত হয়, যা উচ্চমূল্যের কারণে বাতিল হয়ে যায়। পরে ২৯ মে অন্যান্য কনসোর্টিয়ামগুলোর পক্ষ থেকে পুনর্মূল্যায়নের আবেদন করা হয়। ৩১ মে সিপিজিসিবিএল-এর বোর্ড সভায়, জাতীয় গুরুত্ব বিবেচনায় ইউনিক সিমেন্ট কনসোর্টিয়ামকে সমঝোতার মাধ্যমে কার্যাদেশ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অবশেষে, ১৭ অক্টোবর আদিত্য বিড়লা কনসোর্টিয়ামকে ৩৫ লাখ টন কয়লা ১০৫.৮৭ ডলার প্রতি টন দরে সরবরাহের কার্যাদেশ প্রদান করা হয়।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা

ইতিমধ্যে, বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকার পর, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আদিত্য বিড়লা কনসোর্টিয়ামকে সমঝোতার মাধ্যমে কার্যাদেশ প্রদান করার মাধ্যমে বিষয়টি সমাধান করেছে।

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা সরবরাহের এই বিষয়টি এখনো সমাধান হওয়ার পথে, তবে বর্তমান পরিস্থিতি বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।