অন্যান্য খবর অর্থনীতি

মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব খতিয়ে দেখতে বিএফআইইউ-এর নির্দেশ!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২১-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩২

আলোচিত মডেল ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ সোমবার দেশের সব তফসিলি ব্যাংকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

বিএফআইইউ-এর পাঠানো চিঠিতে বলা হয়েছে, মেঘনা আলমের নামে বা তার সংশ্লিষ্টতায় থাকা যেকোনো ব্যাংক হিসাবের তথ্য—including হিসাব খোলার আবেদনপত্র, পরিচিতি সংক্রান্ত কেওয়াইসি (KYC) ফর্ম, এবং বিস্তারিত লেনদেন বিবরণী—চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

এর আগে, গত ৯ এপ্রিল রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে মেঘনা আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর তাকে ডিবির হেফাজতে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ চালানো হয়।

পরে ১৫ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম বাদী হয়ে মেঘনা আলম, ব্যবসায়ী দেওয়ান সমির এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে ব্যবসায়ী সমিরকে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং চাপে ফেলে আর্থিক লেনদেনে বাধ্য করেন।

এদিকে, আলোচিত এ মামলাটি নিয়ে বিভিন্ন মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মেঘনার লাইফস্টাইল ও আর্থিক সক্ষমতা ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মেঘনা আলমের আয়-ব্যয়ের উৎস, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো এখন তদন্তের আওতায় আনা হচ্ছে। প্রয়োজনে তার বিরুদ্ধে আরও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও আভাস মিলেছে।