সকল খবর দেশের খবর

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশিসহ দুইজন আহত !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২২-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি নাগরিকসহ দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) রাত ৯টার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুমের জিরো লাইন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিক জাহাঙ্গীর আলম (১৯) বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। অন্যজন মো. হোসাইন (২৭) রোহিঙ্গা বলে জানিয়েছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ও হোসাইন কাঁটাতার পেরিয়ে শূন্যরেখায় প্রবেশ করলে মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে জাহাঙ্গীর আলমের বাম পায়ের দুই স্থানে গুলি লাগে। মো. হোসাইন সামান্য আহত হন। স্থানীয়দের ধারণা, আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন।  

এ ঘটনায় চোরাচালানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, "ঘুমধুম সীমান্তে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তারা কেন সীমান্তে গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।"  

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্ত এলাকায় প্রায়ই চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা রোধে সীমান্ত নিরাপত্তা জোরদার করার দাবি জানান তারা।  

এদিকে, আহত জাহাঙ্গীর আলমের পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানানো হয়েছে। তারা বলছেন, সীমান্তে নিরাপত্তা বাড়ানো না গেলে এ ধরনের ঘটনা অব্যাহত থাকবে।  

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।