অন্যান্য খবর রাজনীতি

মৌলবাদ প্রতিহত করতে হবে: তারেক রহমান

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৭-৮-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৪

গণতন্ত্র, মৌলিক অধিকার এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নির্বাচনই একমাত্র কার্যকর পথ—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, "বাংলাদেশে কোনো চরমপন্থা বা ধর্মীয় মৌলবাদের অভয়াশ্রম যেন কখনো গড়ে না ওঠে, সেই প্রত্যাশায় বিএনপি সবসময় সোচ্চার। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

তিনি আরও বলেন, "স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ অতীতে প্রতিহত করেছে। এখন সেই স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। আমরা এর পুনর্জাগরণ রুখে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। সকলের রাজনৈতিক আদর্শ এক নাও হতে পারে, তবে গণতন্ত্র রক্ষায় ঐক্যই হচ্ছে মূল শক্তি।"

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মালিকানা জনগণের হাতে ফিরে আনার ওপর জোর দিয়ে বলেন, "জনগণই এই দেশের প্রকৃত মালিক। তাদের ভোটের অধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই একমাত্র সমাধান।"

তিনি বলেন, "জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এ লক্ষ্যে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।"