সকল খবর দেশের খবর

মুক্তিযুদ্ধ প্রকল্পে দুর্নীতির খোঁজে দুদক!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২১-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৪

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে গত তিন বছরে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে পরিচালিত প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২১ এপ্রিল) রাজধানীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এই অভিযান পরিচালনা করে দুদকের একটি বিশেষ তদন্ত দল।

দুদক সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়কালে ‘বঙ্গবন্ধুর আদর্শ’ ও ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের অন্তরালে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় অর্থ লুটের একটি চক্র সক্রিয় ছিল বলে প্রাথমিক তথ্য মিলেছে। ৫০ কোটি টাকা করে মোট চারটি প্রকল্পের আওতায় ব্যয় করা হয় প্রায় ২০০ কোটি টাকা।

এই প্রকল্পগুলোতে নামকাওয়াস্তে সভা-সেমিনার আয়োজন, অখ্যাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দিয়ে নিম্নমানের তথ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণ, রাজনৈতিক দলের ঘনিষ্ঠদের কন্ট্রাক্ট পাইয়ে দেওয়া—এসবের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

একাধিক অভিযোগে বলা হয়, প্রকল্প বাস্তবায়নের নামে কিছু অনুষ্ঠানের কেবল ছবি তোলা ও ভুয়া রিপোর্ট জমা দিয়ে পুরো বরাদ্দ তুলে নেওয়া হয়। দুদকের টিম এসব অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও নথিপত্র জব্দের লক্ষ্যে অভিযান চালায়।

দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ুএই প্রকল্পগুলোতে কী পরিমাণ অর্থ অপচয় বা আত্মসাৎ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।”

সরকারি অর্থের এই ব্যবস্থাপনা ও স্বচ্ছতা ঘিরে সচেতন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মুক্তিযুদ্ধের মতো স্পর্শকাতর বিষয়কে পুঁজি করে দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই প্রকল্পগুলো ‘চেতনা জাগানিয়া’ ব্যানারে চালু করা হয়। তবে কাজের মান ও বাস্তবায়নের স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন ছিল।

দুদক জানিয়েছে, এ বিষয়ে অনুসন্ধান চলছে এবং প্রয়োজনে আরও দপ্তরে অভিযান চালানো হবে।