অন্যান্য খবর আইন-আদালত

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় মোবারক হোসেন খালাস

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৩০-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৫

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোবারক হোসেনকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। আজ বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেন।

প্রায় এক দশক আগে, ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। মামলার পাঁচটি অভিযোগের মধ্যে একটি অভিযোগে মৃত্যুদণ্ড ও আরেকটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনটি অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছিল। পরে ওই বছরের ১৮ ডিসেম্বর আপিল করেন মোবারক হোসেন।

আদালতে আপিলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ইমরান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামীম। দীর্ঘ শুনানির পর গত ২২ জুলাই আপিল বিভাগের শুনানি শেষ হয় এবং রায়ের জন্য ৩০ জুলাই দিন নির্ধারণ করা হয়।

ট্রাইব্যুনালের মামলার তথ্যমতে, মুক্তিযুদ্ধের সময় মোবারক হোসেন জামায়াতে ইসলামীর সক্রিয় রাজনীতিক ছিলেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, আটক ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে অংশগ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। দেশ স্বাধীন হওয়ার পর তিনি জামায়াতের ইউনিয়ন পর্যায়ের রুকন হন। পরবর্তীতে তিনি দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন। তবে মামলায় গ্রেফতারের পর আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এই রায়ের ফলে দীর্ঘ এক দশকের আইনি প্রক্রিয়ার অবসান হলো মোবারক হোসেনের ক্ষেত্রে।