সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহ গোয়েন্দা অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৯-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৬

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থান থেকে অপহরণ করে ভিকটিমদের কাছ থেকে মুক্তিপণ আদায় করত। তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৫টি মোবাইল ফোন এবং ৮৭,০০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গত ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে ময়মনসিংহের একটি স্থান থেকে অপহরণের শিকার হয়েছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার আঞ্চলিক ব্যবস্থাপক সার্কুলেশন। তাকে একটি প্রাইভেটকারে তুলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়। এরপর তার মোবাইল ফোন থেকে নিকট আত্মীয়দের কাছে ফোন করে বিকাশের মাধ্যমে দুই লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায় করা হয়।

এ ঘটনার পর গাজীপুর, শ্রীপুর, মাওনা, ভালুকা এবং ফুলপুরে একই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা তদন্ত শুরু করলে, ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গোপন সূত্রে খবর পেয়ে এবং ৬ ও ৭ ফেব্রুয়ারি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. শাহাদত হোসেন (৪৬), আব্দুস সালাম (৪৫), মো. শিখন আলী (২০), এবং মো. আবু তাহের (৩৫)। চক্রের মূল হোতা শাহাদত দীর্ঘ ৮ বছর ধরে এই অপরাধে জড়িত ছিলেন এবং ৫০টিরও বেশি অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় অংশ নিয়েছেন।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আরও ৬ জন সক্রিয় সদস্যের সন্ধান পাওয়া গেছে। তাদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।