সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ১১ জন গ্রেফতার

অনিন্দ্যবাংলা :

প্রকাশ : ১২-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৯

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় এক অভিযানে মোট ১১ জন আসামীকে গ্রেফতার করেছে। ১২মার্চ পরিচালিত এই অভিযানে মাদক, চুরি ও অন্যান্য মামলার আসামীদের আটক করা হয়।

এসআই (নিঃ) বিশ্বজিত সূত্রধর ও তার সঙ্গীরা থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী মোঃ সুমন (৩০)কে গ্রেফতার করেন। তার কাছ থেকে ১০ পিস ট্যান্টেডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মোঃ সুমনের পিতার নাম হযরত আলী এবং তিনি ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ লাইন উত্তরা এলাকার বাসিন্দা।


এসআই (নিঃ) সজীব কোচ ও তার দল চুরি মামলার দুজন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন সাজ্জাদ হোসেন রিফাত (২১) এবং মোঃ মাজহারুল ইসলাম (২০)। সাজ্জাদ হোসেন রিফাতের পিতা মীর হোসেন হৃদয় এবং মোঃ মাজহারুল ইসলামের পিতা হাবিবুর রহমান হবি। উভয়েই ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার বাসিন্দা।


এসআই (নিঃ) আল আমীন ও তার দল অন্যান্য মামলার তিনজন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আবুল খায়রে (৪৫), মোঃ চাঁন মিয়া (৪৮) এবং মোঃ শামছুল আলম (৫০)। এরা সকলেই আওয়ামীলীগ সমর্থক হিসেবে পরিচিত।


এছাড়াও এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান চুরি মামলার আসামী মোঃ আলী হোসেন (২৬)কে এবং এসআই (নিঃ) মাসুদ জামালী গৌরীপুর ডেহখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থক মোঃ শহিদুল হক সরকার (৫২)কে গ্রেফতার করেন।


এএসআই (নিঃ) মোঃ রাকিবুল আলম, এএসআই (নিঃ) সুকান্ত দেবনাথ এবং এএসআই কামরুল হাসান পৃথক অভিযানে পরোয়ানাভূক্ত তিনজন আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন মোঃ জাহাঙ্গীর মিয়া, মোঃ জাহাঙ্গীর (৩০) এবং মোঃ কামাল মিয়া। এরা সকলেই ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চর ঈশ্বরদিয়া এলাকার বাসিন্দা।


গ্রেফতারকৃত সকল আসামীকে চালান মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই অভিযানের মাধ্যমে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের দৃঢ় অবস্থান জানিয়ে দিয়েছে।