ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১৫ জন আসামী গ্রেফতার করা হয়েছে। এসআই (নিঃ) আল আমিন ও তার সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৬ জন আওয়ামী লীগ সদস্যসহ একাধিক আসামী গ্রেফতার হয়েছেন।
গ্রেফতার হওয়া আওয়ামী লীগ সদস্যরা হলেন:
১. মোঃ কবির মিয়া (৩৫), পিতা- আব্দুল বারেক, সাং- রাঘবপুর পূর্বপাড়া
২. মোঃ আঃ সালাম (৬০), পিতা- মৃত ইমান আলী মন্ডল, সাং- রাঘবপুর
৩. মোঃ হাবিবুর রহমান (৪১), পিতা- মৃত সিদ্দিকুর রহমান, সাং- রাঘবপুর
৪. আজিদ মিয়া (৬২), পিতা- মৃত আসমত আলী, সাং- রাঘবপুর
৫. নয়ন মিয়া (৪৮), পিতা- তোফাজ্জল হোসেন তোতা, সাং- নিলক্ষীয়া উজানপাড়া
৬. সাইফুল ইসলাম মেম্বার (৪৬), পিতা- মৃত আঃ হাই খান, সাং- কলতাপাড়া, গৌরীপুর
এসআই (নিঃ) খলিলুর রহমান এবং তার সঙ্গীয় ফোর্সের অভিযানেও সফলতার সাথে ৩ জন দস্যুতা মামলার আসামী গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ফাহমিদ (১৯), রাকিবুল হাসান (২০), এবং মোঃ রুবেল (২১) অন্তর্ভুক্ত।
এছাড়া, এসআই (নিঃ) মাসুদ জামালী ও তার সহকর্মীরা যৌথ অভিযানে মোঃ নয়ন মিয়া (২০) এবং মোঃ রাকিব (২১) নামক দুই আসামীকে গ্রেফতার করেছেন।
পুলিশ অভিযান চালিয়ে ৪ জন পরোয়ানাভূক্ত আসামীকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার হওয়া আসামীদের নাম ও ঠিকানা:
১. মোঃ রনি ওরফে ভূট্টু (৩৪), পিতা- মোঃ আঃ গনি, স্থায়ী- কৃষ্টপুর, ময়মনসিংহ সদর
২. সুলতান আহম্মেদ, পিতা- তফিল উদ্দিন ভূট্রো, স্থায়ী- চর রঘুরামপুর, কোতোয়ালী মডেল
৩. জাকির হোসেন (২৫), পিতা- মোঃ আজিজুল হক, স্থায়ী- ঢোলাদিয়া, ময়মনসিংহ সদর
৪. আব্দুল কদ্দুস (৫১), পিতা- মোঃ জসিম উদ্দিন, স্থায়ী- রাঘবপুর, কোতোয়ালী মডেল
এ সকল গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ তাদের কার্যক্রম অব্যাহত রেখে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।