সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহ কোতোয়ালী থানায় অভিযান, গ্রেফতার ১৪ জন

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২৩-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭০

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন আসামী গ্রেফতার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় থানার পুলিশ বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতার করে। এসআই (নিঃ) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ময়মনসিংহ আওয়ামী লীগের সমর্থক মোঃ সজিব (৩৬), সাংস্কৃতিক লীগের মহানগর সাধারণ সম্পাদক মানিক মিয়া (২৫), ময়মনসিংহ যুবলীগের সদস্য মোঃ রুমান (২৫), নাহিদুল ইসলাম (৩৮), যুবলীগের সদস্য, এবং যুবলীগের সক্রীয় কর্মী মোঃ হৃদয় (২০) সহ আরও অনেকে রয়েছেন।

অপর দিকে, পুলিশ পরিদর্শক (নিঃ) আনোয়ার হোসেনের নেতৃত্বে অস্ত্র মামলার আসামী হাসান তানভীর অন্তর (২৪), মোঃ আল আমিন (৩০), মিলন (২৭) কে গ্রেফতার করা হয়। তারা কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর এলাকা থেকে ধরা পড়ে।

এসআই (নিঃ) মাসুদ জামালী পরিচালিত অভিযানে চুরি মামলার আসামী নিরব (২৬) ও আশিক মিয়া (২২) কে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) মতিউর রহমানের নেতৃত্বে আরও এক অভিযানে কোতোয়ালী থানার ভাবখালী এলাকা থেকে বাচ্চু মিয়া (৪৫) নামক এক আসামী গ্রেফতার হন।

এছাড়া, এএসআই সাজেদুল ইসলাম থানা এলাকায় অভিযান চালিয়ে ১টি সিআর পরোয়ানাভূক্ত আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেন। প্রত্যেক আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।