ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালিয়েছে র্যাব। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টার অভিযানে হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে ১৪ জন দালালকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের সর্বনিম্ন ১৫ দিন থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এ সময় দালালদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাম্প্রতিক সময়ে হাসপাতালে দালালদের সক্রিয়তা বেড়ে গেছে। তারা প্রতারণার মাধ্যমে রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে, রোগীদের হাসপাতালের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসার নামে হয়রানি করে এবং কখনও কখনও সর্বস্ব লুটে নেয়। এসব কারণে জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড, আউটডোর এবং পরীক্ষাগার থেকে দালালদের আটক করা হয়।
হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, "আমাদের ১০০০ শয্যার বিপরীতে প্রতিদিন ৩৫০০ থেকে ৪০০০ রোগী ভর্তি থাকে। এত রোগীর চাপের মধ্যে দালালচক্র সুযোগ নিচ্ছে। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য আমরা দালাল নির্মূলে প্রশাসনের সহায়তায় কাজ করে যাচ্ছি।"
উল্লেখ্য, এর আগেও গত বছরের ১২ অক্টোবর মমেক হাসপাতালে অভিযান চালিয়ে সাতজন দালালকে আটক করে র্যাব। তারা মমেক হাসপাতালের পাশাপাশি বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিল।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।