সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহ মেডিকেল কলেজের দুই দলের ধাওয়া পাল্টা ধাওয়া।

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬০

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের বরণকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। (রোববার) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

কোতয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, "পরবর্তীতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"

পুলিশ ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছিল। তাদের ফুল দিয়ে বরণ করার সময় ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা পরবর্তীতে ধাওয়া-পাল্টা ধাওয়ার রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ বলেন, "কলেজে ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো কর্মী জড়িত নয়। এখানে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।"

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা বলেন, "ধাওয়া-পাল্টাধাওয়ায় ছাত্রদল কর্মীরা ছিল কিনা, তা আমার জানা নেই। তবে, ঘটনাটি খতিয়ে দেখা হবে।"

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল হাসান খান বলেন, "এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি হতে আসা শিক্ষার্থীদের ফুল দেওয়ার সময় দুই দল শিক্ষার্থীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এই ঘটনায় কেউ আহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"