সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে অস্থায়ী কর্মীদের বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ !

স্টাফ রিপোর্টার, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২০-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৯২

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অস্থায়ী কর্মীরা বেতন ও বোনাসের দাবিতে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। দৈনিক হাজিরা ভিত্তিতে কর্মরত শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন।

শ্রমিকদের পক্ষ থেকে নেতৃবৃন্দ জানান, তারা ঈদ উপলক্ষে বেতনের অর্ধেক বোনাস দাবি করেছেন। তবে, যদি তাদের ন্যায্য দাবি আগামী রবিবার দুপুর ১২টার মধ্যে মেনে নেওয়া না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন এবং কর্মবিরতি পালন করবেন।

উল্লেখ্য যে, সাবেক প্রশাসক উম্মে সালমা তানজিয়া মৌখিকভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, শ্রমিকদের বেতনের অর্ধেক উৎসব বোনাস দেওয়া হবে।

এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ জানান, অস্থায়ী কর্মীদের এই আন্দোলন ও দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তিনি উল্লেখ করেন, কিছুদিন আগেই শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিটি কর্পোরেশন বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় রেখে ১৫০০ টাকা ঈদ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবুও কিছু শ্রমিক অযৌক্তিকভাবে বিক্ষোভ করেছে, যা অনভিপ্রেত। তবে, তিনি আশ্বস্ত করেন যে, এই বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এখনও রয়েছে।

শ্রমিকদের এই আন্দোলন এবং প্রশাসনের প্রতিক্রিয়া নিয়ে নগরবাসীর মধ্যে নানা আলোচনা চলছে। বিষয়টি সমাধানে আগামী দিনে প্রশাসন ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধান আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।