অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) সড়ক, ড্রেনেজ এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত মেয়াদে মাত্র ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হলেও, ৮৬টি প্যাকেজের মধ্যে আটটি বাতিল করা হয়েছে। এতে করে নগরবাসীকে ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে খুঁড়ে রাখা রাস্তা, অসম্পন্ন ফুটপাত ও ড্রেনের কারণে।
মাসিকের সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় এক হাজার ৫৭৫ কোটি টাকার বরাদ্দে প্রায় ৪৭৫ কিলোমিটার সড়ক, ৩৪৫ কিলোমিটার ড্রেন, ১৭ কিলোমিটার ফুটপাত, ৩৭.৫৯ কিলোমিটার রিটেইনিং ওয়াল, এক কিলোমিটার সড়ক বিভাজকসহ সেতু ও কালভার্ট নির্মাণের কথা ছিল। তবে রাজনীতির পটপরিবর্তন ও বিভিন্ন ঠিকাদারের অনুপস্থিতির কারণে প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়েছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (সিভিল) আজহারুল হক জানান, বর্তমানে ২০-৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। তবে, গত ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হওয়া কেওয়াটখালী ১৯ ও ২০ ওয়ার্ডের সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজ প্রায় ছয় মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়, যার ফলে ওই এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন।
অন্যদিকে, নগরের বিভিন্ন এলাকায়—যেমন ভাটিকাশর, বলাশপুর, গোহাইলকান্দি, নতুন বাজার—তেও উন্নয়ন কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। এসব এলাকার বাসিন্দারা ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, রাস্তা খুঁড়ে রেখে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় তাদের চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষত, বলাশপুর এলাকার নজরুল ইসলাম ও হুমায়ূন কবীর জানাচ্ছেন, আলিয়া মাদ্রাসা থেকে কারিতাসের মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা ও ড্রেনের কাজ তিন বছর ধরে অসম্পন্ন রয়েছে।
মসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী সুমনা আল মজীদ জানান, কিছু প্যাকেজ বাতিল হয়েছে ঠিকাদারের অনুপস্থিতি ও অন্যান্য কারণে। তবে বাকি কাজগুলো দ্রুত শেষ করতে কাজ চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিচ্ছে।