সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে গোয়েন্দা অভিযানে জাল দলিল চক্রের মূলহোতা গ্রেফতার

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১০-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫১৩৩

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জাল দলিল তৈরি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে জাল দলিল, বিভিন্ন সিল-স্ট্যাম্প ও খসড়া কাগজসহ দলিল জালিয়াতির কাজে ব্যবহৃত নানা উপকরণ উদ্ধার করা হয়।

গত ৯ ফেব্রুয়ারি (রোববার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ জানতে পারে যে কোতোয়ালী থানার চর ইশ্বরদিয়া এলাকায় আলমগীর হোসেন (৩১) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভূমি সংশ্লিষ্ট দলিল জালিয়াতি করে আসছে। পরে ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেছেন যে, তিনি ও তার চক্রের অন্যান্য সদস্যরা জাল দলিল তৈরি করে জমির খতিয়ান, দাগ ও মালিকানা পরিবর্তন করতেন। প্রকৃত মালিকের নাম মুছে দিয়ে অন্যদের নামে জমির মালিকানা দেখানো হতো। এমনকি নামজারি পরিবর্তন করে ভুয়া মালিকদের নামে জমি ভাগ করে দেওয়া হতো। ডিবির এই অভিযানে আরও চারজন সক্রিয় চক্র সদস্যের তথ্য পাওয়া গেছে, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় :নাম: আলমগীর হোসেন (৩১), পিতা: আবুল মুনছুর, মাতা: হাজেরা খাতুন, ঠিকানা: চর ইশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

জব্দকৃত আলামত: ৮টি জাল দলিল, বিভিন্ন অফিসের ৬২টি সিল ও ৩৬টি খোলা রাবার স্ট্যাম্প, ১৪টি প্লাস্টিক হোল্ডার ও ৩টি প্যাড, বিভিন্ন মূল্যমানের ১৮৫ পাতার অনুলিপি স্ট্যাম্প, জাল দলিল তৈরির কাজে ব্যবহৃত ১৫০টি খসড়া কাগজ, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা। পাশাপাশি পলাতক চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।