সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২৯-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬২

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

২৮ জানুয়ারি ২০২৫ তারিখে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযান ১: জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মোহাম্মদ ফারুক আহম্মেদ নেতৃত্বে একদল পুলিশ সদস্য ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকা থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন:

১। মোঃ ইয়াছিন (২৭), পিতা-মৃত জালাল উদ্দিন, মাতা-রাবেয়া খাতুন, বাস- মোলাইদ, শ্রীপুর, গাজীপুর, ২। মোঃ মফিদুল ইসলাম (২৯), পিতা-আলী হোসেন, মাতা-মফি বেগম, বাস- ইনানি মালিজিকান্দা, শেরপুর, বর্তমানে গাজীপুর, ৩। মোঃ বিল্লাল (৩৫), পিতা-মৃত আশরাফ উদ্দিন, মাতা-সালেহা বেগম, বাস- ভাটিচারিয়া, নান্দাইল, ময়মনসিংহ, বর্তমানে গাজীপুর এই তিনজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তাদের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের সনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান ২: আরেকটি অভিযানে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) রাজীব তালুকদার নেতৃত্বে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাঠালী মশা মার্কেট এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন:

১। মোঃ স্বপন ঢালী (৪৫), পিতা-মৃত গফুর ঢালী, মাতা- মোছাঃ জামিনা খাতুন, বাস- কাঠালী, ভালুকা, ময়মনসিংহ

তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত করতে অভিযান চালানো হচ্ছে।

গ্রেফতারকৃত চারজন মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা বিষয়ে ভালুকা মডেল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া, মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদকবিরোধী কার্যক্রম তীব্র করা হবে।