ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, তিনটি ইটভাটার আংশিক স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে সোমবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, "পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এই সাতটি ইটভাটা চালু ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনটি ইটভাটার আংশিক স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "ময়মনসিংহ জেলার অন্যান্য অবৈধ ইটভাটাতেও অভিযান চলবে। যদি কোনো ইটভাটা অবৈধভাবে চলে, তবে তাদের বিরুদ্ধে জরিমানা এবং প্রয়োজন হলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।"
এসময় অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মাহবুবুল ইসলাম, মো. রুকন মিয়া, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পুলিশ সদস্যরা।
এ অভিযানের মাধ্যমে পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।