সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে ভেজাল স্যালাইন কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৯-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৩

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে নকল খাবার স্যালাইন উৎপাদনের এক কারখানায় সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ নকল স্যালাইন, ভুয়া ব্র্যান্ডের লেবেল ও প্যাকেজিং সামগ্রী জব্দ করা হয়েছে।  

অভিযানের সময় কারখানার কয়েকজন কর্মচারীকে আটক করা হয়েছে। মূল হোতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই নিম্নমানের স্যালাইন মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের স্যালাইন ব্যবহারে ডায়রিয়া, বিষক্রিয়া, কিডনি সমস্যা এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।  

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যকলাপ রোধে আরও ব্যাপক অভিযান পরিচালিত হবে বলে তারা জানান। এছাড়া, জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি নকল পণ্যের তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে।  

এই অভিযানের মাধ্যমে ভেজাল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দারা অভিযানের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অবৈধ কারখানাগুলো বন্ধ করে জনস্বাস্থ্য সুরক্ষার দাবি জানিয়েছেন।  

প্রশাসন বলেছে, ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ রোধে নজরদারি বাড়ানো হবে। জনগণকে নিরাপদ ও মানসম্মত পণ্য ব্যবহারের জন্য সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।