সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদে প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ১৫-১-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৬

অন্দিন্যবাংলা ডেস্ক: ময়মনসিংহে ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম এবং জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। জেলা ও উপজেলা পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার মাধ্যমে আগামী ২০ জানুয়ারি থেকে তথ্য সংগ্রহকারীরা মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবেন।
এ বিষয়ে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘‘সদর উপজেলার মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের প্রথম ধাপ শুরু করা হয়েছে। ২০ জানুয়ারির পর থেকে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করবেন। যারা ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণ করেছেন, তারা নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।’’
তিনি আরও বলেন, ‘‘হালনাগাদে মৃত ভোটারদের নাম কর্তন, ভোটার স্থানান্তরের বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়, সে ব্যাপারে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। তথ্য সংগ্রহকারীদেরকে বলা হয়েছে, ভোটার হওয়ার জন্য আবেদনকারী ব্যক্তির অনলাইন জন্মসনদ ও মা-বাবার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। যদি কোনও তথ্য সংগ্রহকারী বা সুপারভাইজার সন্দেহ করেন, তবে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে এবং সংশ্লিষ্ট ফরম পূরণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘ভুল তথ্য সংগ্রহ বা ভোটার তালিকায় অনুপ্রবেশের চেষ্টা হলে, সেই ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
এ কর্মশালা ১৯ জানুয়ারির মধ্যে প্রতিটি উপজেলায় শেষ হবে এবং ২০ জানুয়ারির পর থেকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হবে।