সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে যত্রতত্র মাছ বিক্রি, পরিবেশ দূষণ-সিটি কর্পোরেশনের উদাসীনতা!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১০-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৫

ময়মনসিংহ শহরের বিভিন্ন প্রধান সড়ক, ফুটপাত ও বাজার এলাকায় যত্রতত্র মাছ বিক্রির ফলে পরিবেশ দূষিত হচ্ছে এবং জনদুর্ভোগ চরমে উঠেছে। দুর্গন্ধ, নোংরা পানি, এবং আবর্জনার স্তূপের কারণে পথচারীদের চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

শহরের গাঙ্গিনার পাড়, স্বদেশী বাজার, আঠারো বাড়ি মোড়, জয়নুল আবেদিন পার্ক সংলগ্ন এলাকা, কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তা, এবং নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় খোলা জায়গায় মাছ বিক্রি করা হচ্ছে। বিক্রির সময় মাছের রক্ত-ময়লা রাস্তার ওপর ফেলে দেওয়া হচ্ছে, যা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মশা-মাছির উৎপাত বাড়িয়ে দিচ্ছে।

একজন স্থানীয় বাসিন্দা জানান, "প্রতিদিন এখানে মাছ বিক্রি হয়। পানি আর আবর্জনার কারণে হাঁটাচলা কঠিন হয়ে পড়ে। দুর্গন্ধে পাশ দিয়ে যাওয়া যায় না।"

পরিবেশবিদদের মতে, অপরিকল্পিতভাবে মাছ বিক্রির কারণে রাস্তার পানি দূষিত হচ্ছে, বর্জ্য ব্যবস্থাপনার অভাবের কারণে জীবাণু ছড়াচ্ছে, এবং খাবারের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, "মাছের আবর্জনা ঠিকমতো পরিষ্কার না হলে তা রোগ-জীবাণুর জন্ম দেয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।"

স্থানীয়দের অভিযোগ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) বিষয়টি সম্পর্কে জানলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। যদিও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের কথা বলা হয়, বাস্তবে তেমন কিছু দেখা যাচ্ছে না। এক বিক্রেতা জানান, "আমরা নির্দিষ্ট বাজারে জায়গা পাই না, তাই এখানে বিক্রি করি। কিন্তু সিটি কর্পোরেশন যদি বিকল্প জায়গার ব্যবস্থা করত, তাহলে রাস্তার ওপর মাছ বিক্রি করতে হতো না।"

জনসাধারণ ও পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, নাহলে ময়মনসিংহের পরিবেশ আরও বিপর্যয়ের মুখে পড়তে পারে।

ছবি: স্বদেশী বাজারে ফুটপাতে মাছ বিক্রির দৃশ্য!