সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহের নিষিদ্ধ পল্লী থেকে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা তরুণী উদ্ধার

অনিন্দ্যবাংলা স্টাফ রিপোর্টার :

প্রকাশ : ২৭-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৯৩

ময়মনসিংহের গাঙ্গিনারপাড় নিষিদ্ধ পল্লী থেকে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা এক তরুণীকে পুলিশ উদ্ধার করেছে। রাজশাহীর চন্দ্রিমা থানার বউবাজার এলাকার উম্মে ছালমা (১৮) নামের এই তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে ময়মনসিংহে নিয়ে আসে মানব পাচারকারী চক্র। পরে তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া হয়।  

সূত্রে জানা গেছে, কিছু দিন আগে ছালমাকে চাকরির লোভ দেখিয়ে ময়মনসিংহে আনা হয়, রাখা হয় চরপাড়া অভিযুক্ত লাভলীর বাসায়। নিষিদ্ধ পল্লীর কুখ্যাত সরদারনি লাভলী ও তার সহযোগীরা তাকে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করে। এ চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজন দালাল রয়েছে, যারা দেশের বিভিন্ন এলাকা থেকে অসহায় নারী ও কিশোরীদের ধরে এনে পল্লীতে বিক্রি করে দেয়।  

মানবাধিকার সংগঠন ও স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। মানবাধিকার কর্মী রহমান সাদেক ও ময়মনসিংহ জেলার সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন মানিক কোতোয়ালি মডেল থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ পতিতা পল্লীতে অভিযান চালায়। থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম নিষিদ্ধ পল্লীতে অভিযান চালিয়ে ছালমাকে উদ্ধার করে।  

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত তরুণীকে তার পরিবারের হাতে সসম্মানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় পতিতা সর্দারনী লাভলী ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হবে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।  

এ ঘটনায় ময়মনসিংহের নিষিদ্ধ পল্লীতে চলমান মানব পাচার ও নারী নির্যাতনের ভয়াবহতা আবারও প্রকাশ পেয়েছে। স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলো আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অপরাধ দ্রুত বন্ধ করা যায়।