সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে বিপুল মাদক ও অস্ত্রসহ ১ নারী আটক

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২৪-১২-২০২৪ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৬৪

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের মাসকান্দায় সরকারি প্রতিষ্ঠান মৎস্য বীজ উৎপাদনকেন্দ্রে অভিযান চালিয়ে পিস্তলসহ দেশী-বিদেশী অস্ত্র ও মাদক উদ্ধার করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। অভিযানকালে নৈশ্যপ্রহরীর স্ত্রীকে আটক করা হয়। 

গত রবিবার রাতে নগরীর মাসকান্দা এলাকায় মৎস্য বীজ উৎপাদন খামারে এ অভিযান চালানো হয়। 

অস্ত্র ও মাদক আটকের ঘটনা নিয়ে গতকাল দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, মো. কাজী আখতার উল আলমসহ অন্যান্য কর্মকর্তা।

ব্রিফিং-এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র ও মাদক কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ সেখানে তাৎক্ষণিক অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানের নৈশ্যপ্রহরী হৃদয় মিয়ার ঘর থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদসহ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে না পাওয়া গেলেও তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। তবে সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারটির ব্যবস্থাপক হাছেন আলী বলেন, এখানে অস্ত্র ও মাদক কেনাবেচা হলেও আমি এ বিষয়ে কিছুই জানি না।