সকল খবর ময়মনসিংহের খবর

ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবস উদযাপন: বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা!

অনিন্দ্যবাংলা ডেস্ক

প্রকাশ : ২৬-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২০৪

"মুক্তিযোদ্ধাদের ভুলে গেলে জাতি তার অস্তিত্বকেই ভুলে যাবে"—এই মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে আজ সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, "মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। শুধু বিশেষ দিনে নয়, আমাদের উচিত বছরের প্রতিটি দিন তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা।" তিনি আরও উল্লেখ করেন, "বাংলাদেশের মানুষের স্বাধীনতাবোধ পৃথিবীতে বিরল। মাতৃভাষার জন্য রক্তদান থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বিজয়—এসব ইতিহাস আমাদের জাতীয় গৌরবের প্রতীক।"

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম। এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি, এবং জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে শহীদ মাহিন ও শহীদ সাগরের পিতা।

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে জেলার মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে বলেন, তাঁদের ত্যাগের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে তরুণদের দেশপ্রেম ও নৈতিকতা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।