নারী অধিকার সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামবিরোধী আখ্যা দিয়ে কমিশনটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে পাঁচ দফা দাবিতে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রোববার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা শেষে এ তথ্য জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সকাল ১০টায় সভা শুরু হয়ে দুপুরে শেষ হয়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামুনুল হক বলেন, “নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, তার বেশ কিছু ধারা ইসলাম ও সমাজবিরোধী। এই কমিশন ও এর প্রতিবেদন বাতিলের দাবি জানাচ্ছি।”
হেফাজতের পাঁচ দফা দাবি হলো:
১. ২০১৩ সালে শাপলা চত্বরে ‘গণহত্যা’ ও মোদি বিরোধী আন্দোলনে নিহতদের বিচার এবং হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার।
২. সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করে বহুত্ববাদ বাদ দেওয়া।
৩. নারী অধিকার সংস্কার কমিশন ও তার প্রতিবেদন বাতিল করা।
৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ।
৫. ওয়াকফ আইন বাতিল এবং ফিলিস্তিনকে দখলমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া।
হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান জানান, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৩ মে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে উত্থাপন করা হবে সংগঠনের ঘোষিত পাঁচ দফা দাবি।
মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী কর্মসূচি নেওয়ার কথাও জানান মাওলানা মামুনুল হক। তিনি বলেন, “আগামী ২২ এপ্রিল মঙ্গলবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত দেশজুড়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।”
হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি ও অনুসারীরা অংশ নেবেন। সংগঠনটি আশা করছে, সরকারের পক্ষ থেকে গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ দেওয়া হবে।