সকল খবর দেশের খবর

নেত্রকোনার কেন্দুয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১১-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০১৮

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক তরুণের বিরুদ্ধে প্রতিবেশীর ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে তালা লাগিয়ে দেন। ঘটনায় অভিযুক্ত হবিকুল ইসলাম (২৩) আত্মগোপনে রয়েছেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ইফতারের পর সন্ধ্যায় মেয়েটি বাড়ির পাশের টয়লেটে যাওয়ার সময় হবিকুল তার মুখ চেপে ধরে জোর করে পাশের জঙ্গলে নেওয়ার চেষ্টা করেন। মেয়েটির চিৎকার শুনে তার মা ছুটে এলে হবিকুল পালিয়ে যান। পরে হবিকুলের পক্ষ থেকে গ্রামের কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং ঘটনা গোপন রাখতে ভয় দেখান।  

মেয়েটির বাবা জানান, তিনি দরিদ্র মানুষ। ঘটনার সময় বাড়িতে না থাকায় বিষয়টি পরে জানতে পারেন। তিনি হবিকুলের পরিবারের কাছে বিচার চাইলে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং ঘটনা গোপন রাখতে বলা হয়। তবে ঘটনা জানাজানি হওয়ার পর সোমবার সন্ধ্যায় গ্রামবাসী মিছিল বের করে হবিকুলের বাড়িতে গিয়ে ঘরে তালা লাগিয়ে দেন। এ সময় হবিকুলের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।  

মেয়েটির বাবা বলেন, “আমার মেয়ের ওপর এই নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি গরিব মানুষ, কিন্তু আমার মেয়ের জন্য ন্যায়বিচার চাই।”  

হবিকুলের চাচা জানান, “শুনেছি, হবিকুল মেয়েটির হাত ধরে টানাটানি করেছে। পরে মেয়েটির মা কাছে এলে সে পালিয়ে যায়। গ্রামবাসী আমাদের বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে।”  

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “গতকাল রাতে আমরা ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছি। অভিযুক্তকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”  

স্থানীয়রা জানান, হবিকুলের পরিবার গ্রামের প্রভাবশালী ব্যক্তি। তারা প্রায়ই এমন ঘটনায় জড়িত থাকেন এবং ভয়ভীতি দেখিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন। তবে এবার গ্রামবাসী আর চুপ থাকেননি। তারা মেয়েটির পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন।  

পুলিশ জানায়, ঘটনাস্থলে তদন্ত চলছে এবং অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। মেয়েটির পরিবার ও গ্রামবাসীরা দ্রুত বিচার চাইছেন।