গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নে অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ও নতুন অর্থবছরের কার্যকর পরিকল্পনা গ্রহণকে কেন্দ্র করে নেত্রকোনায় অনুষ্ঠিত হলো “ব্যবস্থাপক সম্মেলন-২০২৫”।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আলা উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে এ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। ব্যবসায়িক কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে মনিটরিং কর্মকর্তা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদ রানা, আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সব শাখা ব্যবস্থাপক এবং ২০২৩-২৪ অর্থবছরে বিশেষ কৃতিত্ব অর্জনকারী মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষে নির্বাচিত কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।