সকল খবর দেশের খবর

নিবন্ধন স্থগিত হলেও ‘নৌকা’ থাকবে প্রতীকের তালিকায়: নির্বাচন কমিশন

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৩-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪০

নিবন্ধন স্থগিত থাকলেও আপাতত নির্বাচনী প্রতীকের তালিকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ‘নৌকা’ প্রতীক বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “কোনো দলের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে—তবে এখনো তা চূড়ান্তভাবে বাতিল হয়নি। সে কারণে আপাতত নৌকা প্রতীক নির্বাচনী তফসিলে থাকছে।”

নির্বাচন কমিশনার আরও জানান, প্রতীক ইসির সম্পদ হিসেবে তালিকাভুক্ত থাকে এবং তা নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে বরাদ্দ করা হয়। কোনো দল বাতিল না হলে, আইনগতভাবে সে প্রতীকও বাতিল করা যায় না।

এ সময় এনসিপি (ন্যাশনাল কনজারভেটিভ পার্টি)-এর শাপলা প্রতীক চাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যেকোনো নিবন্ধিত বা নিবন্ধনের অপেক্ষায় থাকা দল ইসির কাছে প্রতীক চেয়ে আবেদন করতে পারে। তবে শাপলা প্রতীক এখন পর্যন্ত আমাদের তফসিলে নেই। সেহেতু শাপলা প্রতীক অন্তর্ভুক্ত হচ্ছে না। ভবিষ্যতে দলটির নিবন্ধন হলে বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে।”

উল্লেখ্য, এর আগে একই দিন সকালে এনসিপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। তারা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নৌকা প্রতীক বাতিলের দাবি জানায় এবং নিজেদের জন্য শাপলা প্রতীক বরাদ্দের আহ্বান জানায়।

প্রতিনিধিদল অভিযোগ করে, আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও প্রতীক বহাল থাকায় রাজনৈতিক ভারসাম্য ব্যাহত হচ্ছে। প্রতীক না পেলে রাজনৈতিকভাবে তা মোকাবেলারও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা।

ইসি সূত্রে জানা গেছে, এ বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নেই। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।