নিজ অফিসে ঝুলন্ত অবস্থায় বাকৃবি কর্মকর্তার লাশ উদ্ধার
- আপলোড তারিখঃ 05-01-25 ইং |
- নিউজটি দেখেছেনঃ 100005 জন
নিজ অফিসে ঝুলন্ত অবস্থায় বাকৃবি কর্মকর্তার লাশ উদ্ধার
নিজ অফিস কক্ষে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ অফিসের দরজার লক ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ওই কর্মকর্তার নাম কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেল (৪৫)। তিনি এডিশনাল ডিরেক্টর (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানিয়েছে, মোস্তাইন কবীর সোহেল নিজ অফিসের ফ্যানের আংটার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হন বাকৃবি ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীমসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনা জানাজানি হলে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সোহেলের নিজ অফিসের সামনে উপস্থিত হয়। পরে অফিসের দরজার লক ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে। এসময় তার গলায় দড়ি দিয়ে ঝুলন্ত লাশ দেখা যায়। লাশের পাশে একটি টেবিল ছিল এবং টেবিলের ওপর কাচ লাগানো ছিল। কাচের ওপর একটি কাঠের চেয়ার ছিল। ওই চেয়ারে পায়ের ছাপও দেখা যায়। ওই রুমের একপাশে একটি ভাঙা চেয়ারও ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের একটি মোবাইল, চিরকুট, মানিব্যাগ এবং নগদ টাকা, এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র, টেবিলের ওপর থাকা কিছু কাগজপত্র এবং তার পরিহিত জুতা ও মুজা সংগ্রহ করে নিয়ে যায়।
তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিষয়ে কিছু জানানো যাবে না বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।
ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি কখন এসেছেন কেউ দেখেনি। তবে ধারণা করা হচ্ছে সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে তিনি অফিসে আসেন। ওই বিভাগের মৌসুমি শ্রমিক সুমন নামের একজন ঘটনাটি প্রথম দেখেছেন বলে জানা যায়। তিনি ৫ আগস্টের আগে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি সকাল সাড়ে ৭টার দিকে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে প্রবেশ করেন। ঘটনাস্থলে উপস্থিত কিছু শিক্ষক ও কর্মকর্তারা জানান, তার স্ত্রী এসে বলেছেন যে তিনি সকাল সাড়ে ৭টার দিকে বাজার করার জন্যে বের হয়েছিলেন। পরে তার স্ত্রীকে সবাই বাসায় পাঠিয়ে দেয়।
ঘটনার বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো: আব্দুল আলীম বলেন, ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যায়। দরজা লক ছিল। পরে আমি থানায় জানাই। পুলিশ এসে লক খুলে তার লাশ নামিয়ে নেন। পরে ময়নাতদন্তের জন্যে তারা লাশ মেডিক্যালে পাঠায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এখনই বলা যাচ্ছে না।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক বলেন, তিনি (সোহেল) আজকে নির্ধারিত সময়ের আগেই অফিসে এসেছিলেন, তখন অফিসে কেউ ছিল না। তিনি নিজেই তার কক্ষের তালা খুলে প্রবেশ করেছেন এবং আত্মহত্যার উদ্দেশে টেবিলের ওপর উঠেছিলেন। টেবিলে ওঠার পায়ের ছাপ আমরা দেখেছি। ঘটনাস্থলে দু’টি নোট পাওয়া গেছে, যেগুলো পুলিশের কাছে আছে।