২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহযোগিতামূলক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি জানান, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি মৌলিক ও গুণগত পরিবর্তন আনতে চায়।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। সকাল ১১টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, “২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহযোগিতা করছে। নির্বাচন কমিশনের প্রস্তাবিত সংস্কার উদ্যোগকে আমরা ইতিবাচকভাবে দেখছি। আমরা চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক—যেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে।”
মির্জা ফখরুল আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। দেশের রাজনৈতিক ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনেছিলেন। আমরা তাঁর দেখানো পথেই এগিয়ে চলেছি।”
আন্দোলন-সংগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৫ বছর ধরে বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দমন-পীড়নের মধ্যেও জনগণের পাশে থেকেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন। জনগণ, ছাত্রসমাজ ও তরুণদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারী সরকারের পতনের পথে অগ্রসর হয়েছি।”
তিনি বলেন, “জনগণের সরকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য। সেই লক্ষ্যে ৩১ দফার রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে আমরা বদ্ধপরিকর।”
উল্লেখ্য, বিএনপি তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সারা দেশে আলোচনা সভা, শোভাযাত্রা ও দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর মতো কর্মসূচি পালন করছে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ উপলক্ষে ধারাবাহিক কর্মসূচি চলবে।