বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত বক্তব্যকে অস্পষ্ট আখ্যা দিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেন, "ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। কোনও রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বিএনপি বারবার নির্বাচনী রোডম্যাপ চেয়েছে, অন্যথায় দেশের সংকট সমাধান সম্ভব নয়।"
বুধবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, "বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলে না, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের এই আন্দোলন। নির্বাচিত সরকারই একমাত্র দেশের বর্তমান সংকট কাটিয়ে উঠতে পারে।"
তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, "ফ্যাসিস্ট শক্তি দীর্ঘ ১৫ বছর ধরে এই জাতির ওপর অত্যাচার চালিয়েছে। ক্ষমতা ধরে রাখতে তারা হত্যা, গুম-খুনের মতো নৃশংস কর্মকাণ্ডে জড়িয়েছে। গত জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই অন্ধকার যুগ থেকে মুক্তি পেয়েছি। এখন আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কারসমূহ সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।"
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাতিকে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, "অতি শীঘ্রই দেশবাসী তাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাবে। বিএনপি জাতির স্বার্থে নির্বাচিত সরকার ও সংসদ গঠনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।"