অন্যান্য খবর আইন-আদালত

নির্বাচনের আগে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২৬-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০০৪

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া সব অস্ত্র এখনও উদ্ধার হয়নি। তবে নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধার করা হবে বলে আমরা আশাবাদী। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এর আগে তিনি নারায়ণগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নারায়ণগঞ্জে পর্যাপ্ত লজিস্টিক সহায়তা রয়েছে। এরপরও যদি অতিরিক্ত কোনো সহায়তার প্রয়োজন হয়, আমরা তা নিশ্চিত করবো। নির্বাচনকে ঘিরে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।”

মিডিয়ার ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “সাংবাদিকরা সত্য প্রকাশ করলে বিভ্রান্তি এড়ানো সম্ভব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেবল সত্য তথ্যই প্রকাশ করে, যাতে জনগণ সচেতন থাকে। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্যা তৈরি করতে চাইবে, তবে জনগণকে সচেতন রাখতে আমরা সর্বদা সতর্ক। রাজনীতিবিদদের কাজ জনগণের কাছ থেকে ভোট আদায় করা, আর আমাদের দায়িত্ব আইন-শৃঙ্খলা রক্ষা করা।”

জুলাই মাসে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের মামলা প্রসঙ্গে তিনি বলেন, “অনেক মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। তবে সমস্যা হলো, কিছু মামলায় উদ্দেশ্যমূলকভাবে অনেক নিরীহ ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যা তদন্তে বিলম্ব সৃষ্টি করছে। তদন্তে নিরপেক্ষতা বজায় রেখে শুধুমাত্র প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করা হবে।”

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।