সকল খবর দেশের খবর

নরেন্দ্র মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৩-৭-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৪

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আবারও কার্যকর হচ্ছে ‘আম কূটনীতি’। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির শীর্ষ নেতাদের জন্য এক হাজার কেজি বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই আমের চালানটি ১৫ জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছাবে। সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর, বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনীতিকদের মধ্যেও আমগুলো উপহার হিসেবে বিতরণ করা হবে।

এ উদ্যোগকে ঘিরে আবারও আলোচনায় এসেছে ‘আম কূটনীতি’— যা প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য এবং পারস্পরিক শুভেচ্ছার নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এছাড়াও, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও উপহার হিসেবে হাড়িভাঙ্গা আম পাঠানো হচ্ছে বলে জানা গেছে। এর আগে গত বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ সেখানকার বিশিষ্টজনদের জন্য ৩০০ কেজি আম উপহার পাঠায় বাংলাদেশ। আখাউড়া স্থলবন্দর দিয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে ৬০টি কার্টনে আমগুলো ত্রিপুরায় পৌঁছায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই উপহারের কার্যক্রম পরিচালিত হয়েছে। হাড়িভাঙ্গা আম সরবরাহ করেছে নির্ধারিত রপ্তানিকারক প্রতিষ্ঠান। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের মাধ্যমে উপহার হস্তান্তর করা হয়।

প্রতিবছরই মৌসুমি সৌজন্য উপহার হিসেবে আমসহ নানা ফলমূল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সরকারের কাছে পাঠায় বাংলাদেশ। পাল্টা উপহার হিসেবে ত্রিপুরা সরকারও বাংলাদেশকে তাদের বিখ্যাত রসালো ‘কুইন’ জাতের আনারস পাঠিয়ে থাকেন।

দুই দেশের এই উপহার বিনিময়কে একপ্রকার নরম কূটনীতি হিসেবে দেখা হচ্ছে, যা শুধু রাজনৈতিক স্তরেই নয়, সাংস্কৃতিক এবং মানবিক সম্পর্কের ক্ষেত্রেও একটি ইতিবাচক দৃষ্টান্ত।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ শুধু কূটনৈতিক শুভেচ্ছা নয়, বরং দক্ষিণ এশিয়ার আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে একটি রুচিশীল ও হৃদ্যতাপূর্ণ দৃষ্টান্ত।

সূত্র: ইউএনবি