সকল খবর দেশের খবর

নতুন দায়িত্ব পেলেন ৩ অতিরিক্ত আইজিপি ও ১৫ পুলিশ কর্মকর্তা !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৪-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৩১

বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত আইজিপি, সাতজন ডিআইজি ও আটজন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া তিন অতিরিক্ত আইজিপির মধ্যে সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহী সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঁঞাকে পুলিশ সদর দপ্তরে এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, একই সময়ে সাতজন ডিআইজি ও আটজন পুলিশ সুপারকেও বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এই বদলির ফলে দেশের পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের কার্যক্রমে নতুনত্ব আসবে বলে আশা করা হচ্ছে।

নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের দ্রুত দায়িত্ব গ্রহণ ও তাদের কাজের প্রতি মনোযোগী হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশের এই পরিবর্তনগুলো দেশে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করবে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমের মান বৃদ্ধি পাবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন।