অন্যান্য খবর অর্থনীতি

নতুন মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৯-৯-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫২২৪

আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল করেছে অর্থ মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হলেও, সেটি অনুমোদন না দিয়ে বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, "আগামী সরকারের মন্ত্রীদের জন্য নতুন করে কোনো গাড়ি কেনা হচ্ছে না। কিছু গণমাধ্যমে এ বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।"

তিনি আরও জানান, আগের সরকারের সংসদ সদস্যদের জন্য আমদানি করা ৩০ থেকে ৪০টি বিলাসবহুল গাড়ি সরকার জব্দ করেছে। প্রতিটি গাড়ির দাম প্রায় ৫ কোটি টাকা। এই গাড়িগুলো আসন্ন নির্বাচনের সময় প্রয়োজন অনুযায়ী ব্যবহৃত হবে।

এদিকে বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে- জাপানে বাংলাদেশের এক লাখ দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ। অর্থ উপদেষ্টা জানান, তার সাম্প্রতিক জাপান সফরে দেশটির সরকারের সঙ্গে আলোচনায় এ বিষয়ে সম্মতি হয়েছে। তবে কর্মী পাঠাতে হলে জাপানি ভাষায় দক্ষতা অর্জন বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি বলেন, “জাপানে কর্মী পাঠানোর বিষয়টি আমাদের জন্য বড় সুযোগ। তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে আমাদের কর্মীদের অবশ্যই ভাষাজ্ঞান ও পেশাগত দক্ষতায় প্রশিক্ষিত হতে হবে।”

এ বিষয়ে শিগগিরই একটি সরকারিভাবে সমন্বিত কর্মসূচি নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি।

সর্বোপরি, ব্যয় সাশ্রয় ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান খাতে নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনাও তৈরি হয়েছে।