অন্যান্য খবর অর্থনীতি

নতুন মুদ্রানীতি: মূল্যস্ফীতি ৭-৮% নামানোর লক্ষ্য

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১০-২-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৮৬

বাংলাদেশ ব্যাংক চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাকি সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে, যেখানে মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৪ থেকে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি উপস্থাপন করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
মুদ্রানীতির মূল লক্ষ্য
নতুন নীতিতে তিনটি মূল অর্থনৈতিক সূচক—বিনিময় হার, মূল্যস্ফীতি এবং সুদের হার—স্থিতিশীল রাখার ওপর জোর দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং অভ্যন্তরীণ আর্থিক খাতের দুর্বলতার কারণে বাংলাদেশে জিডিপি ও ঋণ প্রবৃদ্ধির হার কমে গেছে। এ অবস্থায় বেসরকারি খাতে ঋণের প্রবাহ কিছুটা কমলেও আর্থিক সরবরাহ স্থিতিশীল রাখতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সুদের হার অপরিবর্তিত
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিতে নীতিগত সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে, ফলে ঋণের সুদের হার বাড়বে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সুদের হার বাড়ানোর সুপারিশ করলেও বাংলাদেশ ব্যাংক তা না করার সিদ্ধান্ত নিয়েছে।
মূল্যস্ফীতির সাম্প্রতিক অবস্থা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৯৪ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ১০.৮৯ শতাংশ। নতুন মুদ্রানীতির মাধ্যমে এ হার আরও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন মুদ্রানীতি কার্যকর হলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। তবে, এ লক্ষ্যে সরকারের সামগ্রিক অর্থনৈতিক নীতির সঠিক বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।