অন্যান্য খবর আইন-আদালত

ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যানের পূর্বাচলের ১০০ একর জমি জব্দ!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২১-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৪

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মালিকানাধীন ১০০ একর জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। জমিগুলো রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১৯ নম্বর সেক্টরে অবস্থিত।

সোমবার (২১ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আদালতে জমি জব্দের আবেদন করেন। আদালত প্রাথমিকভাবে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ প্রদান করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে জনগণের আমানতের অর্থ আত্মসাৎ, ঘুষের বিনিময়ে বিধিবহির্ভূতভাবে ঋণ প্রদান, স্বেচ্ছাচারিতা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান চলছে। এই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সম্পদ জব্দ রাখা জরুরি বলে উল্লেখ করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ভঙ্গ এবং নানা অনিয়মের অভিযোগে সিকদার গ্রুপের বিভিন্ন কার্যক্রম তদন্তের আওতায় এনেছে দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধান চলাকালীন সময়ে সংশ্লিষ্ট জমিগুলো হস্তান্তর বা বিক্রির মাধ্যমে তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে, এমন আশঙ্কা থেকেই এই জব্দের আদেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।