সকল খবর বিদেশের খবর

অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশু শনাক্তের নির্দেশ দিল্লিতে

নিজস্ব প্রতিবেদক, অনিন্দ্যবাংলা

প্রকাশ : ২১-১২-২০২৪ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭০

অনিন্দ্যবাংলা অন্তর্জাল : দিল্লি পৌর করপোরেশন (MCD) তাদের আওতাধীন স্কুলগুলোকে শিক্ষার্থী ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে নির্দেশ দিয়েছে। এছাড়া, এই শিশুদের জন্মসনদ না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে করপোরেশনের স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে।

 

১২ ডিসেম্বর দিল্লি রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারির (স্বরাষ্ট্র) সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকের পর এই নির্দেশনা জারি করা হয়। বৈঠকে দিল্লি পৌর করপোরেশনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরবর্তীতে, ১৮ ডিসেম্বর পৌর করপোরেশনের বিভিন্ন বিভাগকে দেওয়া নির্দেশে শিক্ষা বিভাগকে স্কুলগুলোয় ভর্তির সময় অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। এমনকি, যদি আগে থেকে এমন কোনো শিশু ভর্তি হয়ে থাকে, তাদেরও শনাক্ত করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

এদিকে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে দিল্লি পৌর করপোরেশনের সব আঞ্চলিক কর্তৃপক্ষকেও একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে, অবৈধ অভিবাসীর সংখ্যা বৃদ্ধির অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে দিল্লি পৌর করপোরেশন এই নির্দেশনা জারি করেছে।

 

এছাড়া, দিল্লি পুলিশও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করছে। কালিন্দি কুঞ্জ, শাহীন বাগ, জামিয়া নগরসহ দিল্লির বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হচ্ছে। পুলিশ কর্মকর্তারা বাসিন্দাদের নথিপত্র যাচাই করে অবৈধভাবে বসবাসকারীদের শনাক্ত করছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।

 

এই পদক্ষেপগুলো দিল্লিতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন। তবে, এই ধরনের কার্যক্রম মানবাধিকার ও শিশুদের শিক্ষার অধিকার নিয়ে বিতর্কের সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের পদক্ষেপ গ্রহণের আগে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় প্রয়োজন, যাতে মানবাধিকার লঙ্ঘন না হয় এবং শিশুদের শিক্ষার অধিকার সুরক্ষিত থাকে।