অন্যান্য খবর আইন-আদালত

অপরাধ হলে মামলা নিতেই হবে- ডিএমপি কমিশনার!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২১-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আমলযোগ্য কোনো অপরাধ হলে তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ করতে হবে। কোনো ঘটনা আড়াল করার সুযোগ নেই। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “অপরাধ দমন শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অপরাধ না ঘটার জন্য পূর্বপ্রস্তুতিমূলক পদক্ষেপ নিতে হবে। ছিনতাইয়ের ঘটনা আগের তুলনায় কমেছে, কিন্তু এটি যেন আবার না বাড়ে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “সর্বোচ্চ বিনয়ের সাথে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। অপেশাদার ও দৃষ্টিকটু আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
রমজান, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য ডিএমপির সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

সভায় ডিবিকে (গোয়েন্দা বিভাগ) আরও কার্যকরভাবে কাজ করার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, “গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা বাড়াতে হবে। থানার ওসিদের নিজ নিজ মামলার তদন্তে আরও মনোযোগী হতে হবে।”

তিনি আরও নির্দেশনা দেন, থানার টহল টিমকে ভবনের নিরাপত্তা প্রহরীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। যদি কোনো অপরাধের তথ্য থাকে, সেসব যেন পুলিশকে জানানো হয়—এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে।

সভা শেষে মার্চ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।