সকল খবর দেশের খবর

অ্যান্তোনিও গুতেরেসের চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ !

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ১৬-৩-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৭৪

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সরকারি সফর শেষে আজ রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ত্যাগের আগে গুতেরেস ফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী আলাপ করেন।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকায় আসেন জাতিসংঘ মহাসচিব। তার সফরের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা সংকট ও বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন। শুক্রবার (১৩ মার্চ) তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। শনিবার (১৪ মার্চ) সকালে তিনি গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন। এরপর তিনি ঐকমত্য কমিশন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সন্ধ্যায় ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে ঢাকায় তার কর্মসূচি শেষ হয়।

জাতিসংঘ মহাসচিবের এই সফরে রোহিঙ্গা সংকট সমাধান ও বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা গুরুত্ব পায়। তার সফরকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।