ইসলামাবাদে একটি ভুয়া কল সেন্টারে অভিযান চালানোর পর স্থানীয়রা সেখানে ব্যাপক লুটপাট চালায়। মঙ্গলবার (১৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, চীনা নাগরিকদের পরিচালিত এই কল সেন্টারটিতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) অভিযান চালানো হয়। অভিযানের পর কয়েকশ’ মানুষ সেন্টারটিতে ঢুকে পড়ে এবং তাদের হাতের কাছে যা পান তা নিয়ে চলে যান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কল সেন্টারটি প্রতারণামূলক কার্যকলাপে জড়িত ছিল এবং অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষ সেন্টারটিতে অভিযান চালানোর সময় স্থানীয়রাও সেখানে প্রবেশ করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, যুবক-বৃদ্ধ সবাই ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, কী-বোর্ড, এক্সটেনশন এবং অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। এমনকি আসবাবপত্র এবং কাটলারি সেটও চুরি করতে দেখা যায় কাউকে কাউকে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে মানুষকে প্রতারণার অভিযোগে তদন্তের আওতায় আসার পর এই কল সেন্টারে অভিযান চালানো হয়। কতিপয় চীনা নাগরিকসহ একদল বিদেশি এই কল সেন্টারটি পরিচালনার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষের অভিযানের পর স্থানীয়দের লুটপাটের ঘটনায় ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইন enforcement agencies নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। কল সেন্টারটির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।