সকল খবর দেশের খবর

পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান ১৮২তম!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ৫-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০৪৪

বৈশ্বিক পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮২তম। এই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে আয়ারল্যান্ড, যার স্কোর ১০৯। বাংলাদেশের পাসপোর্টের স্কোর ৩৮, ফলে বাংলাদেশি পাসপোর্টধারীরা ৫০টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারেন।

আন্তর্জাতিক ট্যাক্স ও অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান নোমাড ক্যাপিটালিস্ট শুক্রবার তাদের পাসপোর্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এবারের তালিকায় আয়ারল্যান্ড শীর্ষে অবস্থান করছে, যেখানে তাদের পাসপোর্টধারীরা ১৭৬টি দেশে সহজে প্রবেশ করতে সক্ষম।

এদিকে, বাংলাদেশ পাসপোর্টের অবস্থা যথেষ্ট পিছিয়ে পড়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান ১৮২তম। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে নেপাল (৩৯.৫ স্কোর) এবং মিয়ানমার (৩৭.৫ স্কোর)। ভারত রয়েছে ১৪৮তম (৪৭.৫ স্কোর) স্থানে এবং পাকিস্তান আরো পিছিয়ে, ১৯৫তম (৩২ স্কোর) স্থানে রয়েছে।

এই র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০টি দেশের মধ্যে ইউরোপীয় দেশগুলোর আধিপত্য লক্ষ্য করা গেছে। সুইজারল্যান্ডের মতো শক্তিশালী দেশের পাশাপাশি লুক্সেমবার্গ এবং মাল্টার মতো ছোট দেশও শীর্ষে রয়েছে। ইউরোপের বাইরে, সংযুক্ত আরব আমিরাত এবং নিউজিল্যান্ড যৌথভাবে ১০ম স্থান অধিকার করেছে।

গত বছর ২০২৩ সালের মার্চ মাসে নোমাড পাসপোর্ট সূচকে শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাত, তবে এবার তারা ১০৬.৫ স্কোর নিয়ে ১০ম স্থানে নেমে এসেছে।

এভাবে, বৈশ্বিক পাসপোর্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরো নিম্নগামী হওয়ার পেছনে নানা কারণ থাকতে পারে, বিশেষ করে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের পাসপোর্টধারীদের সীমাবদ্ধতা উল্লেখযোগ্য।