পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগে ঘোষিত ৫ দিনের ছুটির পর এবার আরও এক দিন যোগ করে মোট ৯ দিনের ছুটি দেওয়া হয়েছে। এখন ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়। এর আগে, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা ধরে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং পবিত্র শবে কদরের ছুটির দিন হওয়ায় বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।
এদিকে, ৩ এপ্রিল ছুটি ঘোষণার ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন। এর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি এবং ২৭ মার্চ এক দিন অফিস খোলা থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইনকানুন দ্বারা পরিচালিত হয় (যেমন বাংলাদেশ ব্যাংক) বা জরুরি সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান, সেগুলো নিজস্ব বিবেচনায় ছুটি ঘোষণা করবে।
এদিকে, পোশাকশিল্পে কর্মরত প্রায় ৩০ লাখ শ্রমিকের জন্য ঈদের ছুটি নির্ধারণ করা হবে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ শ্রমিকদের ঈদের আগে দু-তিন দিন ছুটি দেওয়ার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে। তবে শিপমেন্টের চাপ থাকায় অনেক কারখানা শেষ মুহূর্ত পর্যন্ত চালু রাখতে পারে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ব্যাংকগুলোর ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রতিবারের মতো এবারও কিছু ব্যাংক শাখা সীমিত আকারে খোলা রাখার সম্ভাবনা রয়েছে।
এই লম্বা ছুটির ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষেরাও ঈদ উদযাপন ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।