অন্যান্য খবর আইন-আদালত

প্রাইম এশিয়ায় ছাত্র হত্যা: পাল্টাপাল্টি অভিযোগ!

অনিন্দ্যবাংলা ডেস্ক:

প্রকাশ : ২০-৪-২০২৫ ইং | নিউজটি দেখেছেনঃ ৫০২৮

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্ররাজনীতি। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে দায়ী করেছে ছাত্রদল, যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

রোববার ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বিবৃতিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে "ঘৃণ্য মিথ্যাচার" করার অভিযোগ তোলা হয়। বিবৃতিতে বলা হয়, বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার এবং যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজী পারভেজ হত্যার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাদের নামে ভিত্তিহীন অভিযোগ এনে ছাত্রদল একজন মৃত ব্যক্তির লাশকে ব্যবহার করে রাজনীতির নোংরা খেলায় মেতে উঠেছে।

সংগঠনটি দাবি করেছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং দেশের প্রথম সারির গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলোতে অভিযুক্ত দুই নেতার উপস্থিতি বা সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম PUSAB তাদের ফেসবুক পেইজে যেসব নাম প্রকাশ করেছে, তাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতার নাম নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রদলের সাধারণ সম্পাদক ‘দায় দিয়ে দাও’ সংস্কৃতির ধারাবাহিকতায় এবারও মিথ্যাচার করেছেন। প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নেতার অনুসরণে ছাত্রদল কর্মীরা মব ট্রায়ালে নেমেছেন, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।

এর আগে শনিবার রাতে বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জাহিদুল ইসলাম পারভেজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীর সঙ্গে হাসাহাসি নিয়ে প্রথমে পারভেজের সঙ্গে বাকবিতণ্ডা হয়, যা পরে মীমাংসা হয়েছিল। কিন্তু সন্ধ্যায় ক্যাম্পাসের বাইরে ৩০-৪০ জন যুবক পারভেজকে ঘিরে ফেলে হামলা চালায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃত হত্যাকারীদের আড়াল করে ছাত্রদল যে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, তা নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। একই সঙ্গে তারা তদন্ত করে আসল অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।