পরানগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হওয়ার আগেই নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও গণ্যমান্য ব্যাক্তি বর্গগণ-------
ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জ বাজারে বিক্রীত জমি ফেরত চাওয়ার বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হওয়ার আগেই নিয়ন্ত্রণে ভূমিকা পালন করেন ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক তালুকদার ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আলহাজ মোঃ আলী আজগর মাষ্টার ইউনিয়ন পিএনপি নেতা মোঃ গোলাম আব্বাস বাবুল মেম্বার বিএনপি নেতা মোঃ আবুল কাসেম সরকার ও আনারুল ইসলাম আনার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গণ্যমান্য ব্যাক্তি বর্গগণ এসে দুই পক্ষের লোকজনের সাথে আলোচনা সাপেক্ষে দুই পক্ষের আপোষ মিমাংসায় মতামত প্রকাশ করেন গোলাম আব্বাস বাবুল মেম্বার ।
ইউনিয়ন বিএনপি সভাপতি আবু বাক্কর সিদ্দিক তালুকদার বলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কে নিয়ে আলোচনায় বসবেন গ্রাম্য সালিশের মধ্যমে দরবারের ডেইট করা হবে।পরানগঞ্জ ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক তালুকদার।